Terms & Conditions

Last updated: July 1, 2025

Welcome to Manami Mart! By accessing or using https://www.manamimart.com (the “Site”), you agree to be bound by these Terms & Conditions (“Terms”). Please read them carefully. If you do not agree, do not use our Site or services.


1. Definitions
  • “we,” “us,” or “our” refers to Manami Mart, Sel Trident Tower, 57 Naya Paltan, Dhaka 1000, Bangladesh.

  • “you” or “User” refers to any person accessing or using the Site.

  • “Products” means goods and essentials offered for sale on the Site.

  • “Order” means your request to purchase Product(s) placed through the Site.


2. Eligibility

You must be at least 18 years old and capable of forming legally binding contracts to use this Site. By placing an Order, you represent that you meet these eligibility requirements.


3. Account Registration
  • You may browse the Site without an account, but to make a purchase you must register and provide accurate, complete information.

  • You are responsible for maintaining the confidentiality of your account credentials.

  • You agree to notify us immediately of any unauthorized use of your account.


4. Orders & Pricing
  • Order Acceptance: All Orders are subject to acceptance and availability. We reserve the right to refuse or cancel any Order for any reason, including Product unavailability, errors in pricing or description, or suspected fraud.

  • Pricing: Product prices and shipping rates are displayed on the Site and are subject to change without notice. Prices do not include applicable taxes, which will be added at checkout where required.

  • Currency: All prices are quoted in Bangladeshi Taka (৳).


5. Payment
  • We accept the payment methods described on our Shipping & Payment page, including Cash on Delivery, bKash, Rocket, and Nagad.

  • You authorize us (or our payment processors) to charge the full amount of your Order, including taxes and shipping, using the payment method you select.

  • If payment cannot be successfully completed, we may cancel your Order.


6. Shipping & Delivery

Please refer to our Shipping & Payment page for details on shipping rates, courier partner (Pathao), delivery estimates, and tracking. Title and risk of loss pass to you upon delivery to the address you provided.


7. Returns & Exchanges

We offer exchanges (no refunds) under the conditions stated on our Returns & Exchanges page. Please review that policy for eligibility, process, and exceptions.


8. User Conduct

When using the Site, you agree not to:

  • Post or transmit any unlawful, defamatory, harassing, or obscene content.

  • Interfere with the operation of the Site or attempt to gain unauthorized access to any part of it.

  • Use any automated means (e.g., bots, scrapers) to access, copy, or monitor Site content without our express permission.


9. Intellectual Property

All content on the Site—including text, graphics, logos, images, and software—is the property of Manami Mart or its licensors and is protected by copyright, trademark, and other IP laws.

You may not reproduce, distribute, modify, or create derivative works without our prior written consent.


10. Disclaimers & Limitation of Liability
  • Disclaimer of Warranties: The Site and Products are provided “as is” and “as available,” without warranties of any kind, express or implied. We do not warrant uninterrupted or error-free operation.

  • Limitation of Liability: To the fullest extent permitted by law, Manami Mart and its affiliates will not be liable for any indirect, incidental, special, punitive, or consequential damages arising out of your use of the Site or Products, even if advised of the possibility of such damages. Our total aggregate liability shall not exceed the amount you paid for the relevant Order.


11. Indemnification

You agree to indemnify and hold harmless Manami Mart, its officers, directors, employees, and agents from any claim, demand, loss, liability, or expense (including attorney’s fees) arising out of your breach of these Terms or your violation of any law or the rights of a third party.


12. Governing Law & Dispute Resolution

These Terms are governed by the laws of Bangladesh, without regard to conflict-of-law principles.

Any dispute arising under these Terms shall be subject to the exclusive jurisdiction of the courts of Dhaka, Bangladesh.


13. Changes to These Terms

We may update these Terms at any time. When changes are material, we will notify you by updating the “Last updated” date and, where appropriate, via email or a site banner. Your continued use of the Site after changes constitutes your acceptance of the new Terms.


14. Severability

If any provision of these Terms is held invalid or unenforceable, the remaining provisions will remain in full force and effect.


15. Entire Agreement

These Terms, together with our Privacy Policy, Returns & Exchanges, and Shipping & Payment pages, constitute the entire agreement between you and Manami Mart regarding your use of the Site.


Contact Us

If you have any questions about these Terms, please reach out:

  • Email: contact@manamimart.com

  • Phone: 01345-753054

  • Address: Sel Trident Tower, 57 Naya Paltan, Dhaka 1000, Bangladesh


Thank you for shopping with Manami Mart!


 

শর্তাবলী

সর্বশেষ হালনাগাদ: ১ জুলাই, ২০২৫

ম্যানামি মার্টে স্বাগতম! আপনি যখন https://www.manamimart.com (এই “সাইট”) ব্যবহার করেন, তখন আপনি এই শর্তাবলীর (“শর্তাবলী”) অধীন হতে সম্মত হন। দয়া করে ভালোভাবে পড়ুন। যদি আপনি সম্মত না হন, তবে আমাদের সাইট বা সেবা ব্যবহার করবেন না।


১. সংজ্ঞা
  • “আমরা,” “আমাদের,” বা “প্রতিষ্ঠান” বলতে বোঝানো হয়েছে ম্যানামি মার্ট, সেল ট্রাইডেন্ট টাওয়ার, ৫৭ নয়াপল্টন, ঢাকা ১০০০, বাংলাদেশ।

  • “আপনি” বা “ব্যবহারকারী” বলতে বোঝানো হয়েছে যে কোনো ব্যক্তি যিনি এই সাইট ব্যবহার করেন।

  • “পণ্য” বলতে বোঝানো হয়েছে সাইটে বিক্রয়ের জন্য দেওয়া পণ্য ও প্রয়োজনীয় সামগ্রী।

  • “অর্ডার” বলতে বোঝানো হয়েছে আপনার করা সেই অনুরোধ যা আপনি সাইট থেকে পণ্য কেনার জন্য দেন।


২. যোগ্যতা

সাইট ব্যবহার করার জন্য আপনার কমপক্ষে ১৮ বছর বয়স হতে হবে এবং আইনি চুক্তি করার সক্ষমতা থাকতে হবে। কোনো অর্ডার করলে আপনি নিশ্চিত করছেন যে আপনি এই যোগ্যতা পূরণ করেন।


৩. অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন
  • আপনি অ্যাকাউন্ট ছাড়াই সাইট ব্রাউজ করতে পারেন, তবে পণ্য কেনার জন্য আপনাকে নিবন্ধন করতে হবে এবং সঠিক, সম্পূর্ণ তথ্য প্রদান করতে হবে।

  • আপনার অ্যাকাউন্টের তথ্যের গোপনীয়তা রক্ষা করার দায়িত্ব আপনার।

  • আপনার অ্যাকাউন্টে অননুমোদিত ব্যবহার হলে আমাদের দ্রুত জানাতে হবে।


৪. অর্ডার ও মূল্য
  • অর্ডার গ্রহণ: সব অর্ডার প্রাপ্যতা ও অনুমোদনের ওপর নির্ভরশীল। পণ্য না থাকা, মূল্য বা বিবরণে ভুল, বা প্রতারণার সন্দেহ হলে আমরা যেকোনো অর্ডার বাতিল করার অধিকার রাখি।

  • মূল্য: পণ্যের মূল্য ও শিপিং চার্জ সাইটে প্রদর্শিত হয় এবং কোনো নোটিশ ছাড়াই পরিবর্তিত হতে পারে। প্রযোজ্য ট্যাক্স (যদি থাকে) চেকআউটে যোগ করা হবে।

  • মুদ্রা: সব মূল্য বাংলাদেশি টাকা (৳) তে প্রকাশিত।


৫. পেমেন্ট
  • আমরা আমাদের শিপিং ও পেমেন্ট পেজে বর্ণিত পেমেন্ট পদ্ধতি গ্রহণ করি, যেমন ক্যাশ অন ডেলিভারি, বিকাশ, রকেট ও নগদ।

  • আপনার নির্বাচিত পেমেন্ট পদ্ধতি ব্যবহার করে আপনার অর্ডারের পূর্ণ মূল্য (ট্যাক্স ও শিপিংসহ) চার্জ করার অনুমতি আপনি আমাদের দেন।

  • পেমেন্ট সফলভাবে সম্পন্ন না হলে আমরা অর্ডার বাতিল করতে পারি।


৬. শিপিং ও ডেলিভারি

শিপিং চার্জ, কুরিয়ার পার্টনার (পাঠাও), ডেলিভারি সময় ও ট্র্যাকিং সংক্রান্ত বিস্তারিত জানতে আমাদের শিপিং ও পেমেন্ট পেজ দেখুন। ডেলিভারির পর মালিকানা ও ঝুঁকি আপনার কাছে হস্তান্তর হবে।


৭. রিটার্নস ও এক্সচেঞ্জ

আমরা কেবল এক্সচেঞ্জ (রিফান্ড নয়) প্রদান করি, যা আমাদের রিটার্নস ও এক্সচেঞ্জ পেজে বর্ণিত শর্ত অনুযায়ী প্রযোজ্য। দয়া করে সেই নীতি ভালোভাবে পড়ুন।


৮. ব্যবহারকারীর আচরণ

সাইট ব্যবহার করার সময় আপনি সম্মত হচ্ছেন যে আপনি:

  • কোনো অবৈধ, মানহানিকর, হয়রানিমূলক বা অশ্লীল কন্টেন্ট পোস্ট বা ট্রান্সমিট করবেন না।

  • সাইটের কার্যক্রমে হস্তক্ষেপ করবেন না বা অনুমতি ছাড়া কোনো অংশে প্রবেশের চেষ্টা করবেন না।

  • স্বয়ংক্রিয় কোনো মাধ্যম (যেমন বট, স্ক্র্যাপার) ব্যবহার করে অনুমতি ছাড়া সাইটের কন্টেন্ট কপি বা অ্যাক্সেস করবেন না।


৯. মেধাস্বত্ব

সাইটের সব কন্টেন্ট—টেক্সট, গ্রাফিক্স, লোগো, ছবি ও সফটওয়্যারসহ—ম্যানামি মার্ট বা এর লাইসেন্সদাতার সম্পত্তি এবং কপিরাইট, ট্রেডমার্ক ও অন্যান্য আইন দ্বারা সুরক্ষিত।

আমাদের লিখিত অনুমতি ছাড়া আপনি এসব পুনরুত্পাদন, বিতরণ, পরিবর্তন বা ডেরিভেটিভ কাজ তৈরি করতে পারবেন না।


১০. দায়বদ্ধতার সীমাবদ্ধতা ও দায় অস্বীকার
  • দায় অস্বীকার: সাইট ও পণ্য “যেমন আছে” ও “যেমন পাওয়া যায়” ভিত্তিতে প্রদান করা হয়। আমরা নিরবিচ্ছিন্ন বা ত্রুটিমুক্ত সেবা গ্যারান্টি দিই না।

  • দায়বদ্ধতার সীমা: আইন দ্বারা যতটুকু অনুমোদিত, ম্যানামি মার্ট বা এর সহযোগীরা কোনো পরোক্ষ, আকস্মিক, বিশেষ বা ফলস্বরূপ ক্ষতির জন্য দায়ী থাকবে না—even যদি আমরা সম্ভাব্যতার ব্যাপারে অবগত থাকি। আমাদের সর্বমোট দায়বদ্ধতা কখনোই আপনার সংশ্লিষ্ট অর্ডারের জন্য প্রদত্ত টাকার বেশি হবে না।


১১. ক্ষতিপূরণ

আপনি সম্মত হচ্ছেন যে, আপনার দ্বারা শর্তাবলী ভঙ্গ, কোনো আইন লঙ্ঘন বা তৃতীয় পক্ষের অধিকার লঙ্ঘনের কারণে উদ্ভূত দাবি, ক্ষতি বা খরচ (আইনজীবীর ফিসহ) থেকে ম্যানামি মার্ট, এর কর্মকর্তা, কর্মচারী ও প্রতিনিধিদের ক্ষতিপূরণ দেবেন।


১২. প্রযোজ্য আইন ও বিরোধ নিষ্পত্তি

এই শর্তাবলী বাংলাদেশের আইনের অধীনে পরিচালিত হবে।

এই শর্ত থেকে উদ্ভূত যেকোনো বিরোধ ঢাকার আদালতের একচেটিয়া এখতিয়ারের আওতায় পড়বে।


১৩. শর্তাবলীর পরিবর্তন

আমরা যেকোনো সময় শর্তাবলী আপডেট করতে পারি। গুরুত্বপূর্ণ পরিবর্তন হলে আমরা “সর্বশেষ হালনাগাদ” তারিখ পরিবর্তন করব এবং প্রয়োজনে ইমেইল বা সাইট ব্যানারের মাধ্যমে আপনাকে জানাব। আপডেটের পর সাইট ব্যবহার চালিয়ে গেলে তা নতুন শর্ত মেনে নেওয়া হিসেবে গণ্য হবে।


১৪. বিচ্ছিন্নতা

যদি এই শর্তাবলীর কোনো অংশ অবৈধ বা অকার্যকর হয়, তবুও বাকি শর্তাবলী কার্যকর থাকবে।


১৫. পূর্ণাঙ্গ চুক্তি

এই শর্তাবলী, সাথে আমাদের গোপনীয়তা নীতি, রিটার্নস ও এক্সচেঞ্জ, এবং শিপিং ও পেমেন্ট পেজ মিলে আপনার সাথে ম্যানামি মার্টের পূর্ণাঙ্গ চুক্তি গঠন করে।


যোগাযোগ করুন

যদি এই শর্তাবলী নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন:

  • ইমেইল: contact@manamimart.com

  • ফোন: ০১৩৪৫-৭৫৩০৫৪

  • ঠিকানা: সেল ট্রাইডেন্ট টাওয়ার, ৫৭ নয়াপল্টন, ঢাকা ১০০০, বাংলাদেশ


ধন্যবাদ ম্যানামি মার্ট থেকে কেনাকাটা করার জন্য!

Home
Shop
Search
0 Cart
Shopping Cart

Your cart is empty

You may check out all the available products and buy some in the shop

Return to shop